সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

বাংলাদেশে অসম্ভব সুন্দর জায়গা! আপনার বিশ্বাস হবেনা এগুলো স্থান বাংলাদেশে আছে!


অনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর ঘোরার জায়গা নেই। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয়না। এখন আপনাদের দেখাবো এমন কিছু অসাধারন জায়গা। আপনারা অবসরে এগুলো থেকে সহজেই ঘুরে আসতে পারেন।
এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতিটি ছবির ফটোগ্রাফারের নাম আমরা ছবির নিচে ও উপরে ম্যানশন করে দিয়েছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব ছবি আমাদের সামনে তুলে এনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
১. সাজেক ভ্যালি, রাঙ্গামাটি।





Photo by Tarek Mahmud
রাঙ্গামাটির সাজেক ভ্যালির পাহাড়ের উপরের দৃশ্য
Photo by Imran Bin Mazher
 

Photo by MD.ABDULLAH MAHMUD

২. কাপ্তাই লেক, রাঙ্গামাটি।
Photo by Sheikh Mehedi Morshed Taef


২. শুকনাছড়া ফলস, রাঙ্গামাটি।

Photo by Mohammad Saiful Islam

৪. রাইখং লেক, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি
Photo by TuheenBD


রাইখং ফলস, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Photo by TuheenBD

৫. নীলগিরি রিসোর্ট, বান্দরবান
Photo by alauddin2008


নীলগিরি বান্দরবান থেকে সূর্যাস্ত
 Photo by Ishtiaque Ovee

৬. সাঙ্গু নদী, বান্দরবান

Photo by Exploring Bangladesh

৭. কিউক্রাডং এর চূড়া থেকে
 Photo by Faisal Akram

৮. বান্দরবানের বগা লেকের কাছ থেকে মিষ্টি পাহাড়
Photo by D.M. Hasan-Uz- Zaman


৯. বান্দরবানের বগা লেক

Photo by Anwar Hussain

১০. বান্দরবানের চিম্বুক পাহাড়
 Photo by Sharif Ripon

১১. জাদিপাই পাড়া, বান্দরবান

Photo by Shahadat Rahman Shemul

১২. জাদিপাই ফল, বান্দরবান
 Photo by Roy Udoy

১৩। নাফাখুম ফল, বান্দরবান
Photo by Razequl Zibon


১৪. থানছি, বান্দরবান

Photo by Sabbir Khan

১৫. আমিয়াখুম ফল, বান্দরবান
 Photo by Md Rasedul Hasan

১৬. রিজুক ফল, বান্দরবান


Photo by Khondoker Jannatul Ferdous


১৭. তাজিংডন, বান্দরবান

Photo by Dr.Muntasir Moin


১৮. রাতারগুল জলাভূমির বন, সিলেট

Photo by Wild Priest

সিলেটের রাতারগুল জলাভূমির বনের আরেকটি দৃশ্য
 Photo by Arefin Chisty

সিলেটের রাতারগুল জলাভূমির বন

Photo by Abdullah Al Maymun Chowdhury

১৯. জাফলং, সিলেট
Photo by Neerod


২০. বিছনাকান্দি, সিলেট

Photo by nilesh rony

বাংলাদেশের এরকম আরো অসাধারন জায়গা আছে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন