মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়ি এন্টিলিয়া

ভারতের মুম্বাই-এ অবস্থিত এন্টিলিয়া বাড়িটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি বলা হয়ে থাকে। ১৭৩ মিটার উচ্চতার ২৭ তলার এই বাড়িটির মালিক ভারতের ব্যবসায়ী মুকেস আম্বানি। প্রায় চার লাখ বর্গফুট জুড়ে নির্মিত বাড়িটিতে রয়েছে রাজকীয় সকল ব্যাবস্থা। বাড়িটির অষ্টম তলায় আছে ৫০ আসন ক্ষমতাবিশিষ্ট একটি মিনি থিয়েটার, সপ্তম তলায় বিশাল গাড়ির গ্যারেজ, তিনটি হেলিপ্যাড, নয়টি লিফট, ঠাণ্ডা এবং গরম পানির সুবিধাযুক্ত একটি বিশাল সুইমিংপুল, তিনটি বাগান এবং বিশাল ব্যায়ামাগার। এছাড়াও আছে বিশাল বিশাল সব বারান্দা যেখান থেকে মুম্বাই শহরটিকে খুব সহজেই ভালোভাবে দেখা যায়। বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় সাত বছর এবং এতে মোট ব্যয় হয়েছিল প্রায় ১ বিলিয়ন ডলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন