শুক্রবার, ২০ মে, ২০১৬

ঘুরে আসুন গৌর গোবিন্দ দুর্গ

গৌর গোবিন্দ দুর্গ সিলেটের শৈলপ্রান্তে, চৌহাত্তা নামক শহরে অবস্থিত। এটি রাজা গৌর গোবিন্দর প্রতি তার সাহসী সৈনিকদের করা অবাধ্যতার প্রমাণ হিসেবে গড়ে উঠেছে। জায়গাটি প্রাচীন স্থাপত্য শিল্পের জন্য খুবই আকর্ষণীয়। যদিও বর্তমানে এই পর্যটন স্থানে শুধুমাত্র অবশিষ্টাংশ দেখা যায় কিন্তু তবুও তা যথেষ্ট মনমুগ্ধকর। দুর্গটি নিঃসন্দেহে পর্যটকদের হাজার হাজার বছর পূর্বে নিয়ে যায়। দুর্গটি এই অঞ্চলের স্মরণীয় প্রাচীন ইতিহাস বহন করে। প্রতি বছর প্রচুর দর্শনার্থী দুর্গটির শৈল্পিক কারুকার্য উপভোগ করার জন্য আসে। 

কিভাবে যাবেনঃ
ঢাকা থেকে বাস, ট্রেন বা বিমানে দুর্গটিতে যাওয়া যায়। কমলাপুর থেকে সিলেটের উদ্দেশে অনেক বাস ছেড়ে যায়। সিলেট পৌঁছানর পর কদমতলি বাস স্ট্যান্ডে যেতে হবে। এখান থেকে সরাসরি বাসে করে দুর্গটিতে পৌঁছানো যায় যা সিলেট সদর থেকে ১-২ কিলোমিটার দূরে অবস্থিত।

আবাসন ও খাদ্যঃ
সিলেট সদরে অনেক হোটেল ও রেস্টুরেন্ট আছে। বেশির ভাগই মাজার রোডে অবস্থিত। কম খরচে যেকোনো স্থানীয় ও বিদেশী খাবার এখানে পাওয়া যায়। হোটেল হলি গেট, হোটেল গোল্ডেন সিটি এগুলোর মধ্যে অন্যতম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন