সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মিনি ইনস্ট্যান্ট প্রিন্টার

ফুজিফিল্ম কোম্পানি The Instax Share SP-2 নামক একটি মিনি পকেট প্রিন্টার তৈরি করেছে যা স্মার্টফোন দিয়ে তোলা ছবি সঙ্গে সঙ্গে প্রিন্ট করতে পারে। ইনস্ট্যান্ট প্রিন্টারটি দেখতে জুস বক্সের মতো। এটি খানিকটা পুরু হলেও অনেক পাতলা। ইনস্ট্যান্ট প্রিন্টারটি ওয়াই-ফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ছবি প্রিন্ট করতে পারে। ইনস্ট্যান্ট প্রিন্টারটিতে আছে ৩ কালার ওএলইডি প্রিন্টিং মেশিন। ৮০০ x ৬০০ রেজোলিউশান ও ৩২০ ডিপিআই প্রিন্টারটিকে সত্যিই আকর্ষণীয় করে তোলে। প্রিন্টারটি পিএনজি ও যেপিজি উভয় ফাইলই সাপোর্ট করে। ইনস্ট্যান্ট প্রিন্ট করার জন্য কতগুলো শট আছে তা প্রিন্টারটির উপরে অবস্থিত ১০টি এলইডি ডট এর মাধ্যমে নির্ণয় করা যায়। এতে আছে লিথিয়াম আয়ন ব্যাটারি ও মাইক্রো ইউএসবি ক্যাবল। প্রিন্টারটি ১ চার্জে মোট ১০০ বার প্রিন্ট করতে পারে। রিয়েল টাইম ও সোশাল মিডিয়া টেমপ্লেট ব্যবহারের মাধ্যমেও এতে প্রিন্ট করা যায়। ইনস্ট্যান্ট প্রিন্টারটি ১৯৯ ডলার মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে।  

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ইলেক্ট্রিক ফোলডিং বাইসাইকেল

চাইনিজ কোম্পানি Xiaomi ও একটি তাইওয়ানিজ কোম্পানির সম্মিলিত প্রচেষ্টায় খুব শিগ্রী চায়নার বাজারে আসছে ইলেক্ট্রিক ফোলডিং বাইসাইকেল। এই ইলেক্ট্রিক ফোলডিং বাইসাইকেলের নাম হছে Mi QiCycle। ফোলডিং বাইসাইকেলটি কার্বন ফাইবার দিয়ে তৈরি এবং এর ওজন ১৪.৫ কেজি। প্রধান বীম ও টায়ার বাদে সাইকেলটির বাকি অংশ ভাঁজ করা যায়। ফোলডিং সাইকেলটি ২৫০ ওয়াট ৩৬ ভল্ট হাই স্পীড ইলেক্ট্রিক মোটর দ্বারা পরিচালিত। এতে আছে টোর্ক-সেন্সিং ক্ষমতা যা ব্যবহারকারীর প্যাডেলিং ও টোর্কের মধ্যে সমন্বয় সাধন করে। সাইকেলের ইলেক্ট্রিক মোটর মোট ২০টি প্যানাসনিক লিথিয়াম-আয়ন ২৯,০০০ মাহ ব্যাটারির সাহায্যে কাজ করে। সাইকেলটি ১ বার চার্জে ৪৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। তাছাড়া একটি অ্যাপ ব্যবহার করে সাইকেলটি স্মার্টফোনের সাথে সংযোগ সাধন করতে পারে। এই অ্যাপের মাধ্যমে জিপিএস নেভিগেশন ও রিয়েল-টাইম ফিটনেস প্যারামিটার পরিমাপ করা যায়। এই ইলেক্ট্রিক ফোলডিং সাইকেলটির মূল্য ৪৫৫ ডলার।