
অ্যাপল নিয়ে আসছে আইফোন ৭ ও ৭ প্লাস। গত সাত সেপ্টেম্বর
যুক্তরাষ্ট্রে এক ঘোষণায় এমনটাই জানিয়েছে অ্যাপল। দুইটি রঙে নতুন ডিজাইনে
ফোর্স সেনসিটিভ হোম বাটনে আসছে আইফোন ৭ ও ৭ প্লাস। ফোনের উপরে ও নিচে দুইটি
স্টেরিও স্পীকার আছে। এছাড়াও থাকছে না কোন হেডফোন পোর্ট। তার পরিবর্তে আছে
ওয়্যারলেস এয়ারপড। দুটি মডেলেই আছে এইচডি রেটিনা ডিসপ্লে যা আইফোন ৬ থেকেও
উজ্জ্বল। আছে এ১০ ফিউসন প্রসেসর, ২ জিবি র্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট
সেন্সর।৩২/১২৮/২৫৬ এই তিনটি ভার্সনে পাওয়া যাবে আইফোন ৭। ধুলা ও পানিরোধী
আইফোন ৭ এর পেছনে থাকবে ১২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর ৭ প্লাসে থাকবে
১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন
প্রযুক্তি যুক্ত করেছে অ্যাপল। এছাড়াও সামনে থাকছে ৭ মেগাপিক্সেলের এইচডি
ক্যামেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন