ইস্পাহানি মির্জাপুর লিমিটেডের চাসহ অন্যান্য সকল খাদ্যপণ্য এখন থেকে পাওয়া
যাবে সিন্দাবাদ ডটকমে। এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক চুক্তি হয়েছে।
রাজধানীর বনানীতে সিন্দাবাদডটকম-এর কর্পোরেট অফিসে এ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং সিন্দাবাদ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ-প্রতিষ্ঠাতা জীশান কিংশুক হক। আরো ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির ব্যাপারে জীশান কিংশুক হক জানান, সিন্দাবাদ ইতোমধ্যেই ব্যবসায়িক কেনাকাটার আস্থার জায়গা হিসেবে স্থান পেয়েছে। ইস্পাহানির মত ব্র্যান্ড সেই আস্থার জায়গাটাকে আরো শক্ত করবে বলে বিশ্বাস। আমরা আরো বিভিন্ন ধরণের সুবিধা নিয়ে হাজির হব ক্রেতাদের সামনে।
ওমর হান্নান জানান, সিন্দাবাদ ডটকমের সাথে সরাসরি চুক্তির ফলে ইস্পাহানি ব্রান্ডের সব রকমের খাদ্যপণ্য এখন আরো সুবিধাজনক দামে সহজে এক জায়গায় পাওয়া যাবে।
উল্লেখ্য, অফিস ও ফ্যাক্টরি চালাবার জন্য নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬,০০০ এর অধিক পণ্য সিন্দাবাদ ডটকমে পাওয়া যাচ্ছে।
রাজধানীর বনানীতে সিন্দাবাদডটকম-এর কর্পোরেট অফিসে এ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং সিন্দাবাদ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ-প্রতিষ্ঠাতা জীশান কিংশুক হক। আরো ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির ব্যাপারে জীশান কিংশুক হক জানান, সিন্দাবাদ ইতোমধ্যেই ব্যবসায়িক কেনাকাটার আস্থার জায়গা হিসেবে স্থান পেয়েছে। ইস্পাহানির মত ব্র্যান্ড সেই আস্থার জায়গাটাকে আরো শক্ত করবে বলে বিশ্বাস। আমরা আরো বিভিন্ন ধরণের সুবিধা নিয়ে হাজির হব ক্রেতাদের সামনে।
ওমর হান্নান জানান, সিন্দাবাদ ডটকমের সাথে সরাসরি চুক্তির ফলে ইস্পাহানি ব্রান্ডের সব রকমের খাদ্যপণ্য এখন আরো সুবিধাজনক দামে সহজে এক জায়গায় পাওয়া যাবে।
উল্লেখ্য, অফিস ও ফ্যাক্টরি চালাবার জন্য নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬,০০০ এর অধিক পণ্য সিন্দাবাদ ডটকমে পাওয়া যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন