ডিজিটাল বাংলাদেশ
সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
অ্যান্ড্রয়েড নিয়ে ফিরে আসছে নোকিয়া
মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
গুগল ড্রাইভ: সহজে ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনা
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের একটি সেবা হলো গুগল ড্রাইভ। এটি ব্যবহার
করে সহজে ও নিরাপদে ফাইল রাখা যায়। ক্লাউডে ফাইল সংরক্ষণ করে বলে গুগল
ড্রাইভের বেশ কিছু সুবিধা আছে। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো
হলো—
1. কম্পিউটার বা মোবাইল ফোন নষ্ট হলে বা হারিয়ে গেলেও ফাইল নষ্ট কিংবা হারাবে না।
2. ছবি, ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ, অডিও, ভিডিওসহ ছোট-বড় সব ধরনের ফাইল সংরক্ষণ করা যায়।
3.মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেটসহ যেকোনো যন্ত্র থেকে ব্যবহার করা যায়।
অনলাইন ও অফলাইন দুভাবেই
কম্পিউটার বা মোবাইল ফোনে গুগল ড্রাইভের অ্যাপ ইনস্টল করলে সংরক্ষিত ফাইলগুলো কম্পিউটার বা মোবাইলের নির্ধারিত ফোল্ডারে জমা হয়। প্রয়োজন অনুযায়ী অনলাইন বা অফলাইনে থাকা অবস্থায় ফাইল খোলা ও হালনাগাদ করা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস-চালিত যেকোনো যন্ত্র ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যেকোনো কম্পিউটারের জন্য অ্যাপ পাওয়া যায়।
1. কম্পিউটার বা মোবাইল ফোন নষ্ট হলে বা হারিয়ে গেলেও ফাইল নষ্ট কিংবা হারাবে না।
2. ছবি, ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ, অডিও, ভিডিওসহ ছোট-বড় সব ধরনের ফাইল সংরক্ষণ করা যায়।
3.মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেটসহ যেকোনো যন্ত্র থেকে ব্যবহার করা যায়।
অনলাইন ও অফলাইন দুভাবেই
কম্পিউটার বা মোবাইল ফোনে গুগল ড্রাইভের অ্যাপ ইনস্টল করলে সংরক্ষিত ফাইলগুলো কম্পিউটার বা মোবাইলের নির্ধারিত ফোল্ডারে জমা হয়। প্রয়োজন অনুযায়ী অনলাইন বা অফলাইনে থাকা অবস্থায় ফাইল খোলা ও হালনাগাদ করা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস-চালিত যেকোনো যন্ত্র ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যেকোনো কম্পিউটারের জন্য অ্যাপ পাওয়া যায়।
সিন্দাবাদ ডটকমে মিলবে ইস্পাহানির খাদ্যপণ্য
ইস্পাহানি মির্জাপুর লিমিটেডের চাসহ অন্যান্য সকল খাদ্যপণ্য এখন থেকে পাওয়া
যাবে সিন্দাবাদ ডটকমে। এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক চুক্তি হয়েছে।
রাজধানীর বনানীতে সিন্দাবাদডটকম-এর কর্পোরেট অফিসে এ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং সিন্দাবাদ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ-প্রতিষ্ঠাতা জীশান কিংশুক হক। আরো ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির ব্যাপারে জীশান কিংশুক হক জানান, সিন্দাবাদ ইতোমধ্যেই ব্যবসায়িক কেনাকাটার আস্থার জায়গা হিসেবে স্থান পেয়েছে। ইস্পাহানির মত ব্র্যান্ড সেই আস্থার জায়গাটাকে আরো শক্ত করবে বলে বিশ্বাস। আমরা আরো বিভিন্ন ধরণের সুবিধা নিয়ে হাজির হব ক্রেতাদের সামনে।
ওমর হান্নান জানান, সিন্দাবাদ ডটকমের সাথে সরাসরি চুক্তির ফলে ইস্পাহানি ব্রান্ডের সব রকমের খাদ্যপণ্য এখন আরো সুবিধাজনক দামে সহজে এক জায়গায় পাওয়া যাবে।
উল্লেখ্য, অফিস ও ফ্যাক্টরি চালাবার জন্য নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬,০০০ এর অধিক পণ্য সিন্দাবাদ ডটকমে পাওয়া যাচ্ছে।
রাজধানীর বনানীতে সিন্দাবাদডটকম-এর কর্পোরেট অফিসে এ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং সিন্দাবাদ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ-প্রতিষ্ঠাতা জীশান কিংশুক হক। আরো ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির ব্যাপারে জীশান কিংশুক হক জানান, সিন্দাবাদ ইতোমধ্যেই ব্যবসায়িক কেনাকাটার আস্থার জায়গা হিসেবে স্থান পেয়েছে। ইস্পাহানির মত ব্র্যান্ড সেই আস্থার জায়গাটাকে আরো শক্ত করবে বলে বিশ্বাস। আমরা আরো বিভিন্ন ধরণের সুবিধা নিয়ে হাজির হব ক্রেতাদের সামনে।
ওমর হান্নান জানান, সিন্দাবাদ ডটকমের সাথে সরাসরি চুক্তির ফলে ইস্পাহানি ব্রান্ডের সব রকমের খাদ্যপণ্য এখন আরো সুবিধাজনক দামে সহজে এক জায়গায় পাওয়া যাবে।
উল্লেখ্য, অফিস ও ফ্যাক্টরি চালাবার জন্য নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬,০০০ এর অধিক পণ্য সিন্দাবাদ ডটকমে পাওয়া যাচ্ছে।
পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়ি এন্টিলিয়া
ভারতের মুম্বাই-এ অবস্থিত এন্টিলিয়া বাড়িটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল
বাড়ি বলা হয়ে থাকে। ১৭৩ মিটার উচ্চতার ২৭ তলার এই বাড়িটির মালিক ভারতের
ব্যবসায়ী মুকেস আম্বানি। প্রায় চার লাখ বর্গফুট জুড়ে নির্মিত বাড়িটিতে
রয়েছে রাজকীয় সকল ব্যাবস্থা। বাড়িটির অষ্টম তলায় আছে ৫০ আসন ক্ষমতাবিশিষ্ট
একটি মিনি থিয়েটার, সপ্তম তলায় বিশাল গাড়ির গ্যারেজ, তিনটি হেলিপ্যাড, নয়টি
লিফট, ঠাণ্ডা এবং গরম পানির সুবিধাযুক্ত একটি বিশাল সুইমিংপুল, তিনটি
বাগান এবং বিশাল ব্যায়ামাগার। এছাড়াও আছে বিশাল বিশাল সব বারান্দা যেখান
থেকে মুম্বাই শহরটিকে খুব সহজেই ভালোভাবে দেখা যায়। বাড়িটি নির্মাণ করতে
সময় লেগেছিল প্রায় সাত বছর এবং এতে মোট ব্যয় হয়েছিল প্রায় ১ বিলিয়ন ডলার।
শক্তিশালী ভিআর রেডি গেমিং ল্যাপটপ
ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি ব্যবহার করে গেম খেলার জন্য রেজার কোম্পানি
খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে রেজার ব্লেড প্রো ল্যাপটপ। ভিআর রেডি
ল্যাপটপটিতে আছে ১৭.৩ ইঞ্চি আইজিযেডও টাচ স্ক্রীন, জি-সিঙ্ক টেকনোলজি এবং
৩৮৪০ x ২১৬০ ৪কে আলট্রা হাই ডেফিনেশান ডিসপ্লে রেজোলিউশান। এই শক্তিশালী
গেমিং ল্যাপটপটিতে আরও আছে ইন্টেল কোর আই৭ ৬৭০০এইচকিউ কুয়াড-কোর প্রসেসর,
ক্লক স্পীড ২.৬ গিগাহার্টজ, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, এনভিডিয়া জিফোর্স
জিটিএক্স ১০৮০ ৮জিবি জিডিডিআর৫ ভির্যাম গ্রাফিক্স প্রসেসর, ৩২জিবি
ডিডিআর৪ ২১৩৩ মেগাহার্টজ র্যাম ও ৫১২জিবি / ১টিবি/ ২টিবি সলিড স্টেট
ড্রাইভ। এসব কিছু ছাড়াও ভার্চুয়াল রেডি ল্যাপটপটিতে আছে ইউএসবি ৩.০ পোর্ট,
এইচডিএমআই, ইউএসবি-সি থান্ডারবোল্ট ৩ পোর্ট, এসডি কার্ড স্লট, ইথারনেট
পোর্ট, হেডফোন জ্যাক এবং একটি কেন্সিংটন লক। সাইড-মাউন্টেড স্টেরিও স্পিকার
ল্যাপটপটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ডিভাইসটির সামনে আছে একটি ২
মেগাপিক্সেলের ওয়েব ক্যামেরা। দ্রুত রেসপন্স টাইমের জন্য ল্যাপটপটি
লো-প্রোফাইল মেকানিক্যাল কি ব্যবহার করে থাকে। যদিও গেমিং ল্যাপটপটি মাত্র
০.৮৮ ইঞ্চি পুরু, তবুও এর ওজন ৭.৮০ পাউন্ড। ভিআর রেডি গেমিং ল্যাপটপটি
৩,৬৯৯ ডলার মূল্যে নভেম্বর মাসে বাজারে পাওয়া যাবে।
শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

স্যানডিস্ক কোম্পানি এই প্রথম বাজারে নিয়ে আসছে উন্নতমানের ১ টেরাবাইট এসডিএক্সসি মেমোরি কার্ড। মাদার কোম্পানি ওয়েস্টার্ন ডিজিটাল ঘোষণা দেয়ার প্রায় ১৬ বছর পর এই উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড বাজারে আসছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ডটিতে আছে এডভান্সড ইমেজিং টেকনোলজি। কার্ডটি এখনও প্রোটোটাইপ অবস্থায় আছে। এই ১ টিবি মেমোরি কার্ডটির মূল্য অপেক্ষাকৃত বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)